
প্রকাশিত: Sun, Jul 23, 2023 10:53 AM আপডেট: Tue, Apr 29, 2025 3:49 AM
[১]শ^াসরুদ্ধকর ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ‘টাই’, নারী ওয়ানডে সিরিজ ড্র
সাঈদুর রহমান: [২] ভারতের বিপক্ষে চমৎকার ব্যাটিং ও বোলিংয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ‘টাই’ করেছে বাংলাদেশ নারী দল। এতে সিরিজ ড্র পহয়েছে।
[৩] শনিবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ব্যাটে নেমে ৫০ ওভারে ৪ উইকেটে ২২৫ রান করে স্বাগতিক বাংলাদেশ। ২২৬ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৪৯.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয় সফরকারী ভারত। ম্যাচ হয়ে যায় টাই। তবে সিরিজের জয়-পরাজয় নির্ধারণের জন্য সুপারওভার হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি ম্যাচের নির্দিষ্ট সময় ফুরিয়ে যাওয়ায়।
[৪] ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হার্লিন দোল এবং সিরিজে একমাত্র সেঞ্চুরি হাঁকানো ফারজানা হক পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
[৫] ২২৫ রানের লক্ষ্যে ব্যাটে নেমে শুরুতেই শেফালি ভারমা (৪) ও ইয়াসটিকা ভাটিয়াকে ৫ রানে হারায় ভারত। তবে স্মৃতি মান্ধানাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন হার্লিন দোল। নিজের ফিফটি পূরণের পর ৮৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন স্মৃতি। এরপর ১৪ রান করে আউট হন অধিনায়ক হরমনপ্রীত কৌর। দোলের ৭৭ রানের দুর্দান্ত ইনিংসে জয়ের পথেই হাটছিলো ভারতীয় মেয়েরা। তবে দোলের আউটের পর উইকেট মিছিল শুরু করে আমানজোত কৌর (১০), দীপটি শর্মা (১), রানা (০) ও ডেভিকা ভাইডা (০)। কিন্তু ওপর প্রান্ত আগলে রেখে সফরকারীদের জয়ের আশা জাগাচ্ছিলেন জেমিমাহ রদ্রিগেজ। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিলো ৩ রান এবং বাংলাদেশের দরকার ১ উইকেট। প্রথম দুই বলের সিঙ্গেল নিয়ে ম্যাচ ড্র করে সফরকারীরা। তৃতীয় বলে মেঘনা সিংকে আউট করে উল্লাসে ভাসে টাইগ্রেস বোলার মারুফা। এতে হারা ম্যাচ টাই করে ওয়ানডে সিরিজ ড্র করেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
[৬] এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দন্ত শুরু করে দুই টাইগ্রেস ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক। দুজনের ব্যাট থেকে আসে ৯৩ রান। নিজের ফিফটি পূরণের পর ৫২ রানে সাজঘরে ফেরেন শামীমা। এরপর ফারজানাকে সঙ্গ দেন নিগার সুলতানা। ৩৬ বলে ২৪ রান করে আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি রিতু মন্ডল। ২ রানে রিতার আউটের পর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফরজানা। ১৬০ বলে ৭টি বাউন্ডারীর সাহায্যে ১০৭ রান করে ফারজানা আউট হন। পরবর্তীতে মোস্তারির অপরাজিত ২৩ রানে ভর করে ২২৫ রানের লড়াকু পূঁজি পায় বাংলাদেশ।
[৭] উল্লেখ্য, ভারত আন্তর্জাতিক নারী ক্রিকেটে অনেক অভিজ্ঞ ও শক্তিশালী দল হিসেবে পরিচিত। ২০০৫ ও ২০১৭ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ রানার্সআপ ভারতের বিপক্ষে বাংলাদেশের এবারের সিরিজে ড্র করা অনেক বড় গর্বের বিষয়। যা আগামীতে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ভালো কিছু অর্জনের প্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
